Comilla Private Polytechnic Institute
Published on Comilla Private Polytechnic Institute (https://www.cppi.edu.bd/cppi20)

Home > Course Detail > Diploma in Engineering > Architecture Technology

Architecture Technology

আর্কিটেকচার টেকনোলজি

বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আর বিজ্ঞানের এই অভূতপূর্ব অগ্রগতিতে যে জিনিস কার্যকারী ভূমিকা রেখে চলেছে তা হল আর্কিটেকচার টেকনোলজি।  কালের বিবর্তনে মানুষের চাহিদার পরিবর্তন ও পরিবর্ধন হয়েছে। মানুষ উন্নত জীবন যাপন করতে শিখেছে। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে। প্রত্যেক দেশের শিল্পোন্নয়ন, নতুন নতুন স্থাপনার পিছনে যার অবদান রয়েছে তা হল এই আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। এই উদ্দেশ্যে ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার ইঞ্জিনিয়ার তার অনন্য ভূমিকা রেখে চলেছে।

আর্কিটেকচার টেকনোলজি এ চাকরির ক্ষেত্রসমূহঃ

উপ-সহকারী প্রকৌশলী পদে (২য় শ্রেণীর গেজেটেড অফিসার) চাকরি পাওয়ার সুযোগ; স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এল. জি. ই. ডি.); জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর (পাবলিক হেল্‌থ); শিক্ষা প্রকৌশল অধিদপ্তর; সড়ক ও জনপথ অধিদপ্তর; গণপূর্ত অধিদপ্তর; পানি উন্নয়ন বোর্ড; সেনা, নৌ, বিমানবাহিনী (ইঞ্জিনিয়ারিং কোর-এ); বাংলাদেশ রেলওয়ে; ভূমি জরিপ; হাউজিং ও বিল্ডিং নির্মাণ প্রকৌশলী হিসেবে; কনস্ট্রাকশণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান; হাউজিং ডেভেলপার কোম্পানিসমূহে; সরকারি-বেসরকারি পলিটেকনিক; ভোকেশনাল; টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে শিক্ষক পদে চাকরি।

ডিপ্লোমা ইন সিভিল Engineering -এ পাশ করার পর সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুলোতে এবং দেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সরাসরি দ্বিতীয় বর্ষে পড়ার সুযোগ রয়েছে। 1. DUET 2. AMIE , IEB এছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে।

Taxonomy Link: 
Architecture Technology [1]
Powered By : Authority, Comilla Private Polytechnic Institute
Planned & Implemented By : Authority, Comilla Private Polytechnic Institute

Source URL: https://www.cppi.edu.bd/cppi20/department/architecture-technology

Links
[1] https://www.cppi.edu.bd/cppi20/taxonomy/term/5